বিদেশগামীরা ৪৮ ঘন্টার মধ্যে পাবেন করোনা রিপোর্ট

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

বিদেশগামীরা ৪৮ ঘন্টার মধ্যে পাবেন করোনা রিপোর্ট

দিনরাত প্রতিবেদকঃ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ অঞ্চলের প্রবাসীরা ৪৮ ঘন্টার মধ্যে করোনা সার্টিফিকেট পাবেন। বিদেশ যাত্রীদের ভুগান্তি থেকে মুক্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, প্রবাসীদের দ্রুত সময়ে নমুনা পরীক্ষা ও সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ওসমানী হাসপাতালে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন বিদেশ যাত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বা ল্যাবের প্রধান ট্যাকনিশিয়ান মো. আব্দুর রশিদের সাথে যোগাযোগ করার আহŸান করা হয়েছে। যোগাযোগের নাম্বার ০১৭১১-৩০০৮৭১ ও ০১৭১১৩৯৯৩৩০।

এ ব্যাপারে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেটের অনেক মানুষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। দেশের অর্থনীতিতে এসব প্রবাসীদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে।

তিনি প্রবাসীদের ৪৮ ঘন্টার মধ্যে করোনা সার্টিফিকেট প্রদানের উদ্যোগ গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও ডা. হিমাংশু লাল রায়কে সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রবাসীদের আরো সুবিধার প্রদানের লক্ষে সিলেট ওসমানী হাসপাতালে আলাদা নমুনা সেল গঠনের আহবান জানান চেম্বার সভাপতি।

এ সংক্রান্ত আরও সংবাদ