কানাইঘাট দিঘীরপার ইউপিতে ৫’শ পরিবারের মধ্যে সরকারি চাল বিতরণ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

কানাইঘাট দিঘীরপার ইউপিতে ৫’শ পরিবারের মধ্যে সরকারি চাল বিতরণ

কানাইঘাট প্রতিনিধিঃ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বন্যা দুর্যোগকালীন সময়ে বরাদ্দকৃত চাল কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেল ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বন্যা কবলিত ৫ শতাধিক পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ২৩টি পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির ও দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজলের উপস্থিতিতে এসব চাল ও শুকনো খাবার বন্যা দুর্গত পরিবারের মধ্যে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরকারী ট্যাগ কর্মকর্তা আব্দুল আউয়াল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, থানার এসআই সবুজ কুমার নাইডু, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা বশির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য সহ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম। বন্যা দুর্গতদের মধ্যে সরকারি চাল বিতরণকালে ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন, বর্তমান সরকার করোনা দুর্যোগকালীন সময় থেকে অদ্যবধি পর্যন্ত যেভাবে সরকারি খাদ্য সামগ্রী ও ত্রাণ এবং নগদ অর্থ সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যা অতীতে কখনো হয়নি। কানাইঘাটে বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে সরকারি ভাবে চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং সেইসব চাল প্রতিটি ইউনিয়নে সুষ্ঠু ভাবে বিতরণ করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ