১০৫ স্থানে কোরবানির পশুর হাট বসবে

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

১০৫ স্থানে কোরবানির পশুর হাট বসবে

সিলেট জেলার ১০৫ টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। জেলা প্রশাসন ওই সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১০৫ টি স্থানে পশুর হাট ইজারা দেয়ার জন্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই এসব হাট বসবে।


সিলেট জেলায় রয়েছে ১৩ টি উপজেলা। এসব উপজেলায় রয়েছে ১০৫ টি ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নে একটি করে অস্থাীয় পশুর হাট ইজারা দেয়া হবে। যেখানে বসবে কোরবানির পশুর হাট।

হাটগুলোও উন্মুক্ত থাকবে। প্রতিটি হাটে স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত থাকবেন। তারা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য দিকনির্দেশনা দিবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ