আসমার আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার দাবী

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

আসমার আত্মহত্যায় প্ররোচনাকারীদের  গ্রেফতার দাবী

আজিজুর রহমান বিশ্বনাথঃসিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অফিস সহকারী ও সহকারী শিক্ষিকা আসমা শিকদার-কে অপমান ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার প্ররোচনাদাতা ও অপমানকারীদের গ্রেফতার দাবীতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সকালে পৌর শহরের ‘বাসিয়া সেতুর’ ওপর ওই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিদ্যালয়ের অফিস সহকারী ও সহকারী শিক্ষিকাকে মানসিকভাবে নির্যাতন করায় তিনি আত্মহত্যা করেছেন। প্ররোচণাদাতা ও অপমানকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান। হাজী মো. ধন মিয়ার সভাপতিত্বে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় ফজলুর রহমান, আব্দুন নূর, আবুল কালাম তোতা মিয়া, জালাল মিয়া, লয়লুছ মিয়া, ইউনুছ মিয়া, দবির মিয়া, মকবুল শিকদার, শাহিন তালুকদার, ফয়েজ মিয়া, মখলিছ মিয়া, ছোরাব আলী, আলতাফুর রহমান, লিমন মিয়া, আহাদ মিয়া, ইকবাল শিকদার, নূরুল মিয়া, জাবেদ হোসেন, ইসলাম উদ্দিন, দিদার, সুরতান মিয়া, তাহিদ শিকদার, রাশেদ শিকদার, জামাল, জুমন, শামিম, সাইদুর, লিমন, নাজিম, সাজন, খায়রুল, জুনেল, রাসেল, সাইফুল শিকদার, আব্দুল হান্নান, জাহেদ মিয়া, নিজামুল হক, আফিফুল ইসলাম, মখন শিকদার, আমির আলী, সুহেব মিয়া, লোকমান মিয়া, জয়নাল আহমদ, আব্দুস সত্তার, আব্দুল ওয়াছে, জাকির শিকদার, আফজাল শরিফ, মাছুম আহমদ, খালেদ আহমদ, নিহত শিক্ষিকার পুত্র রেদুওয়ান আহমদ রোহানসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে বিশ্বনাথে আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অফিস সহকারী ও সহকারী শিক্ষিকা আসমা শিকদার-কে অপমান ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার প্ররোচনাদাতা ও অপমানকারীদের গ্রেফতারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বরাবরে স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ