“”মধ্যনগরে বন্যায় ভাসছে জন জীবন, দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবী””

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

“”মধ্যনগরে বন্যায় ভাসছে জন জীবন, দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবী””

অমৃত জ্যোতি রায় সামন্ত, ধর্মপাশা(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের মেঘালয়ে মৌসুমী পরিস্থিতি চলমান থাকার কারনে, বড় বড় নদী গুলিতে চলমান বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে ধর্মপাশা উপজেলা তথা মধ্যনগর থানা সম্পুর্ন ভাবেই ৩য় ধাপের বন্যায় শুরু থেকে শেষ হতে যা যা প্রয়োজন সব রকমের ক্ষয় ক্ষতি হচ্ছে।মহাসড়কের মধ্যে(মহেষখলা,মধ্যনগর ওধর্মপাশা উপজেলা সংযোগ সড়ক),ধর্মপাশা জয়শ্রী সড়ক,তলিয়ে গেছে।কৃষকের ধানের গোলা ধ্বসে ভেঙে যাচ্ছে, গো খাদ্যের মধ্যভাগে পানি উঠে গেছে,ঘাটতি পরছে খাবারের,বসতি ভিটায় রাখতে হচ্ছে গবাদি পশু,চুলা তলিয়ে রান্না বান্না বন্ধ।সদরের আশপাশের বাজার গুলিতে বেচাকেনা বন্ধ হয়েছে, দোকানপাট ডুবন্ত অবস্থা রয়েছে। মধ্যনগর বাজারে চৌকির উপরে দোকনীরা বসে বেচাকেনা করতে দেখাগেছে।মধ্যনগর বাজারের কাট বাজার,শান্তি পট্টি, ধান বাজার, ভূমি অফিস রোড তলিয়ে বন্যার পানিতে স্রোত বহমান দেখা গেল ৩য় ধাপের বন্যার পানিতে।আশ পাশের গ্রামর বৈঠাখালী নতুন পাড়া,নয়াপাড়া,হরিপুর,নয়াগাও, মাছিমপুর,গলহা,শিবরামপুর,চামরদানী,বংশিকুন্ডা বাজার,পাহাড়ের পাদদেশে মহেষখলা বাজার,গুলগাও,কাইতাকোনা,জয়শ্রী,শুকাইর, করুয়াজান সহ গামে, বাজারে শত শত পরিবার আবদ্ধ যেমন পানিতে, তেমনি ভেঙ্গে যাচ্ছে আফাল নামক ঢেউয়ের কবলে বসতি বাড়ি ঘর।পাশাপাশি তলিয়ে যাচ্ছে মন্দির, মসজিদ,শিক্ষা প্রতিষ্টান,টিউবওয়েল, কবরস্থান, শশ্মানঘাট সহ অনেক পুরানো উচু বাড়ীঘর।মধ্যনগর বাজারের চিত্রে উঠে আসে দুর দুরান্ত থেকে বয়ষ্ক পুরুষ মহিলা গন ভাতা নিতে বাজারে উঠেই পরেছন দুর্বিপাকে।
মধ্যনগর বাজারের বন্যা কবলিত ভুক্তভোগী বাসিন্দা থানা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ এর দাবীতে উঠে আসে আমরা ভাটি অঞ্চলের মানুষ, আমাদেরকে ৩য় বারের বন্যায় ব্যাপক ক্ষতি গ্রস্থ করতেছে,স্থানীয়রা আজ দিশা হাড়া,মাননীয় সরকারের কাছে দাবী তুলে ধরেন মধ্যনগর বাসীকে সুদৃষ্টিতে এনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের পরিদর্শনের মাধ্যমে এলাকাকে দূর্যোগ পূর্ণ এলাকা হিসেবে ঘোষনা করা হউক।এবং মধ্যনগরের এক সচেতন মহিলার দাবীতে উঠে আসে মধ্যনগর বাজার টিকে উঁচু করার প্রয়োজন,যেন পরবর্তীতে আর বন্যায় কোন ক্ষতি সাধিত করতে না পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ