করোনাকালে বন্যায় বিপর্যস্ত গ্রামীণ জনপদ

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

করোনাকালে বন্যায় বিপর্যস্ত গ্রামীণ জনপদ

গোলজার আহমদ হেলাল : মুষলধারে প্রবল বৃষ্টি, অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে চাল নেই, ডাল নেই, মাথা গোঁজার জায়গাটুকুও নেই। স্মরণকালের সর্বনাশা ভয়াবহ বন্যা যেন করোনাকালে কাল হয়ে দাঁড়িয়েছে। বন্যা কবলিত এলাকায় কারো ঘরে হাটু পানি, কারো ঘরে কোমর পানি স্থির কিংবা চলমান। আংগিনায় পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি।শুধু পানি আর পানি। চারিদিকে অথৈ জলে হাবুডুবু করছে অসহায় মানুষের জীবন তরী। কারো চাল উড়ে গেছে, কারো ওয়াল-বেড় ভেঙে গেছে।কারো বাড়ী ঘরে পানি নিচে গেলে বা কমলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গ্রামীণ জনপদ।কেউ বা বানের পানির সর্বগ্রাসী কবল থেকে জান বাঁচাতে চলে গেছে অন্যত্র। ঘর দুয়ার বন্ধ করে গৃহপালিত গবাদি পশু ও অন্য জায়গায় নিরাপদে নেয়া হচ্ছে। এমন চিত্রই এখন গ্রামগুলোর। অসহায় গ্রামবাসী দীর্ঘমেয়াদী উপর্যুপরি বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত।জীবিকা আর খাবারের জন্য ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। এক অসীম ও মানবিক শূন্যতায় নাকাল গ্রামের সহজ সরল জীবনযাপন কারী মানুষগূলো। সম্ভাবনাময় ফসলী জমি অনিশ্চিতভাবে ডুবন্ত আছে। এ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই গ্রাম বাংলার মানুষের জীবিকার অন্যতম উৎস ধান চাষ নিয়ে। কৃষকরা দিশেহারা আর কর্মহীন শ্রমিক ও দিন মজুর রা সর্বস্বান্ত। এক নীরব দুর্ভিক…

এ সংক্রান্ত আরও সংবাদ