সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গাঁজা, পাথর ও বারকী নৌকা আটক

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গাঁজা, পাথর ও বারকী নৌকা আটক

শফিকুল ইসলাম স্বাধীন:(সুনামগঞ্জ )তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে
ভারতীয় গাঁজা, পাথর এবং বারকী নৌকা আটক।

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার
ডুলুরা বিওপির টহল দল ১৯ আগস্ট বুধবার সকাল প্রায় পৌনে ৮ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/১৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (১) কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৫০০/- টাকা।

অপরদিকে একই উপজেলার ডুলুরা বিওপির টহল দল (১৯) আগস্ট বেলা (১১)ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে (২০) ঘনফুট ভারতীয় পাথর এবং (২)টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০২,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান।
আটককৃত
ভারতীয় গাঁজা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

এ সংক্রান্ত আরও সংবাদ