দিরাইয়ে রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’র উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

দিরাইয়ে রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’র উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এককোটি গাছ লাগানোর রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশীদার হবার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর সদরের দিরাই সরকারি কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও প্রবাসী উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস কলেজ ক্যাম্পাসে জলপাই গাছের চারা লাগানোর মধ্য বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করেন। সংগঠন সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার সহযোগীয় ২৫০ টি গাছের চারা রোপন করা হবে, এরমধ্যে আজ (শনিবার) শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, আহবায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, সিনিয়র সদস্য রুহুল আমিন, মুজাক্কির, সাব্বির, রুবেল, আকাশ, হৃদয়, মিজান, মঈন উদ্দিন, তুহিন, ইমরান, কাওছার, জায়েদ প্রমুখ। এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সটিটিউটে প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন, মহিলা কলেজে অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, পলি টেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ