নাজিদ গরুর খামার পরিদর্শন

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

নাজিদ গরুর খামার পরিদর্শন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

কর্মে বিভোর রফিক মিয়ার স্বপ্ন ” নাজিদ গরুর খামার ” পরিদর্শন করেছেন ভেটেরিনারি সার্জন জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ সাইফুল্লাহ।
সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোয়াসপুর গ্রাম নিবাসী আপন কর্মে বিভোর মোঃ রফিক মিয়ার সোনালী স্বপ্ন অর্থ উপার্জন এর উপলক্ষ গোয়াসপুর গ্রামে অবস্থিত ” নাজিদ গরুর খামার ” ২৩ শে আগষ্ট বিকালে ভেটেরিনারি সার্জন জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ পরিদর্শন করেছেন। তিনি গরু মোটা-তাজা করন সহ গরু সুস্থ-সবল রাখতে করনীয় সম্পর্কে এই খামার এর মালিক মোঃ রফিক মিয়াকে পরামর্শ প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা এআই কর্মী মোঃ ওবায়দুল হক জাবেদ, মোঃ আঙ্গুর মিয়া,মোঃ শফিক মিয়া,মোঃ দুলাল মিয়া ও বুজিল মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ