পাহাড়ী ছড়া পরিদর্শনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

পাহাড়ী ছড়া পরিদর্শনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন

দৈনিক দিনরাত:
আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

শনিবার ৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ তাহিরপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় পাহাড়ী ঢলে ভেসে আসা বালু, বালু মিশ্রিত পাথর এবং চুনা পাথর সমৃদ্ধ বিভিন্ন ছড়া সরেজমিন পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন রতন এবং জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, অধিনায়ক, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর, জনাব পদ্মাসন সিংহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাহিরপুর থানা জনাব মোঃ আতিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম রেজাউল করিম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। নয়াছড়া এলাকা পরিদর্শনকালে এলাকার জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পাহাড়ী ঢলে ভেসে আসা বালু, পাথর এবং চুনা পাথর উত্তোলন সৃষ্ট জটিলতা নিরসনের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেন। এ সময়ে জেলা প্রশাসক জানান যে এ বিষয়ে খনিজ মন্ত্রণালয় হতে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে এবং বিদ্যমান নীতিমালা ও আইন অনুযায়ী বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন। এ ক্ষেত্রে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার জন্য অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ