সিলেটে শীতে আসছে করোনার ‘মারাত্মক’ দ্বিতীয় ঢেউ!

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

সিলেটে  শীতে আসছে করোনার  ‘মারাত্মক’ দ্বিতীয় ঢেউ!

দিনরাত সংবাদঃ আর মাত্র কিছুদিন, দুয়ারে কড়া নাড়ছে শীত মৌসুম। এ মৌসুমে সিলেটে বয়ে যেতে পারে করোনার ‘দ্বিতীয় ঢেউ’, এবং সেটি হতে পারে আরও মারাত্মক-
এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকসহ স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, শীতের সময় যেকোনও ভাইরাসজনিত রোগ বাড়ে। এ সময়ে মানুষের শরীরে ইমিউনিটি কমে যায়। এ কারণে শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবা বেশি।

তবে এখনই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারলে সেটি রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, গত ২৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কোভিড-১৯ নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনলাইন সভা করেন। সেখানে সিলেটসহ আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আট সদস্যই উপস্থিত ছিলেন। ওই সভায় করোনাবিষয়ক ৭টি এজেন্ডার মধ্যে ৩ নম্বরেই ছিলো শীতকালের করোনা পরিস্থিতি।

‘সেকেন্ড ওয়েভ’-কে সমুদ্রের ঢেউ এর সঙ্গে তুলনা করেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক ঢেউ যেমন উঠা-নামা করে তেমনি করোনাভাইরাসের সংক্রমণও বাড়ে এবং তারপর আবার কমে আসে। এই উঠা-নামা বা বাড়া-কমার প্রত্যেকটা ধাপকে বলা হয় ঢেউ বা ওয়েভ।

সিলেটে করোনার এই ‘সেকেন্ড ওয়েভ’ সম্পর্কে আজ স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘শীতের সময় আবহাওয়ার কারণে সর্দি-কাশি বেশি হয়, আবার যেকোনও ছোঁয়াচে রোগও শীতে বেশি হয়। একইসঙ্গে হিউমিলিটি যখন ড্রাই থাকে, তখন সেটা বাতাসে বেশিক্ষণ থাকে। এ জন্য সংক্রমণও বাড়ে। তাই আগামী শীত মৌসুমে সিলেটে করোনার ‘সেকেন্ড ওয়েভ’র সমূহ আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন ‘অ্যাজমা বা শ্বাসকষ্ট যাদের থাকে, তাদের শীতের সময়ে এসব রোগের টেন্ডেসি বাড়ে। এর কারণে ভাইরাসের শিকার হলে সেটা সিভিয়ার হয়ে যায়। তাই শীতকালের বিষয়ে বেশি সচেতন থাকা উচিৎ।’

শীতে যে সেকেন্ড ওয়েভ আসতে পারে আর সেটা প্রথম ওয়েভের চেয়ে বেশিও হতে পারে মন্তব্য করে ডা. আনিস বলেন, ‘সিলেটে শীতের আগে সংক্রমণের হার কমে গেলেও শীতের সময়ে আরেকটা ঢেউ আসতে পারে।’

এর প্রতিকার হিসেবে স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বলেন ‘শীতের সময় ঘর বদ্ধ থাকে এবং ভেন্টিলেশন কম থাকে বলে এসব রোগ বাড়ে। শীতে অনেকে ঘরের দরজা জানালা বন্ধ রাখে, সেটা বাসা বাড়ি এবং অফিসগুলোতেও। এতে করে সবার হাঁচি-কাশি আবদ্ধ ঘরের বাতাসে জমা হয়। তাই সংক্রমণ কমাতে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘সেকেন্ড ওয়েভ’ এর জন্য এখনি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে সংক্রমণ কমানো যাবে। কন্টাক্ট ট্রেসিং, কোয়ারেন্টিন, আইসোলেশন জোরদার ও তদারকি বাড়াতে হবে। মানুষের মাঝে মাস্ক পরা ও শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে।

শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে এসেছে- করোনা মহামারি নিয়ন্ত্রণে মানুষকে ঘরের ভেতরে থাকতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো পদক্ষেপ ভাইরাসের সংক্রমণের গতি কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ পালন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ