কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাস গেইট খোলা রাখতে ইউএনও বরাবরে দরখাস্ত

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাস গেইট খোলা রাখতে ইউএনও বরাবরে দরখাস্ত

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগতরা যাতে সহজে করে হাসপাতালে প্রবেশ করতে পারেন এজন্য সম্মুখভাগে জনস্বার্থে একটি পাস গেইট রাখার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত বুধবার লিখিত দরখাস্ত দায়ের করা হয়েছে। পাশাপাশি পৃথক আরো একটি দরখাস্ত স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সিলেট বিভাগে কর্মকর্তার বরাবরে দেয়া হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর স্বাক্ষর সম্বলিত এসব লিখিত দরখাস্তে উল্লেখ করা হয়েছে, হাসপাতালের মেইন গেইটের সামনে একটি মসজিদ থাকায় হাসপাতালে সব-সময় রোগী ও মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয়ে থাকে। বর্তমানে আরো আলাদা একটি গেইট রয়েছে, সেই পাস গেইটটি বন্ধ করার কাজ শুরু করলে স্থানীয়রা কাজ বন্ধ রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যার কারনে আপাতত কাজ বন্ধ রয়েছে। যাতায়াতের এ গেইটটি হাসপাতালে আগতদের সুবিধার্থে পাস গেইট হিসেবে রাখার জন্য দরখাস্তকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। দরখাস্তকারীদের মধ্যে সেলিম মিয়া, মিন্টু চক্রবর্তী, আফতাব উদ্দিন জানিয়েছেন, হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করা হয়েছে। দু’এক মাসের মধ্যে ৫১ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু হবে। তাই জনসাধারণের সুবিধার্থে মেইন গেইটের পাশাপাশি হাসপাতালের সম্মুখ অংশে আরো একটি পাস গেইট রাখার দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ