মধ্যনগরে মাস্ক ছাড়াই দুরত্বহীন চলাচল ,৪ টার পরেও জমজমাট বাজার 

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

মধ্যনগরে মাস্ক ছাড়াই দুরত্বহীন চলাচল ,৪ টার পরেও জমজমাট বাজার 
অমৃত জ্যোতিঃ
বৈশিক করোনা মহামারী কালীন সময়ে রেড জুনের আওতায়  সুনামগঞ্জ জেলার বেশ কিছু স্থানে জেলা প্রশাসকের নির্দেশনা জারি করছেন।
ধর্মপাশা উপজেলা প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে প্রতিদিন বিকেল ৪ টার পরেও মধ্যনগর বাজার সহ আশপাশের বাজার গুলিতে চলছে লোক  জমজমাট পুর্ণ কেনাবেচা।
হাট বাজার শনিবারে ঐ দিনের চিত্র দেখলে মনে হয় যেন মধ্যনগরে করোনার কোন প্রভাবি পড়ে নি।
এদিকে মধ্যনগর থানা কতৃপক্ষ, ইউনিয়ন পরিষদ ও  বাজার কমিটি ‘র হস্তক্ষেপে বার বার সচেতনতা মুলক দিকনির্দেশনা  মাইকিং সহ সর্ব্বোচ্চ চেষ্টায় সচেষ্ট ভুমিকা রাখতে দেখা গেছে।
কিন্তু জনগন এর ব্যাতিরেখে মধ্যনগর সদর বাজারে মাস্ক বিহীন, অবাদে,চলাফেরা সহ হাট বাজার করতে দেখা যায়।
এমতাবস্থায় ঝুঁকিতে রয়েছে এলাকার জনমানুষ,  স্থানীয় সচেতন মহল মনে করেন এভাবে চলতে থাকলে কে জানি কখন মৃত্যুর মিছিলে যোগ দেয় তা অজানা।তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে হয়তো এর অবকাশ ঘটতে পারে বলে ধারনা সচেতন মহলের।সর্বশেষ তথ্য অনুযায়ী ধর্মপাশা ও মধ্যনগর সহ করোনা নামক ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ জন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ