তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় কয়লা আটক

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা  ভারতীয় কয়লা আটক

শফিকুল ইসলাম স্বাধীনঃ (তাহিরপুর প্রতিনিধি ):

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয় কয়লা আটক।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল ১৮ সেপ্টেম্বর শুক্রবার ৮:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/৯-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৯,৫০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

অধিনায়ক লে কর্নেল
মোঃমাকসুদুল আলম জানান
আটককৃত ভারতীয় কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম শুক্রয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ