সুনামগঞ্জ সীমান্তে বরাকী নৌকা চুনাপাথর, কয়লা, পাথর, ও ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা আটক

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সুনামগঞ্জ সীমান্তে বরাকী নৌকা চুনাপাথর, কয়লা, পাথর, ও ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা  আটক

দৈনিক সিলেটের দিনরাতঃ
শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ভারতীয় গরু, চুনাপাথর, কয়লা, পাথর, ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা এবং বারকী নৌকা আটক।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার
লাউরগড় বিওপির টহল দল ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩:৩৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৪,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৫,২৫০/- টাকা।

একই উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল দল ২২ সেপ্টেম্বর ৮:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৭/৫-এস এর নিকট হতে আনুমানিক ২.৫ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী থেকে ৮৫০ ঘনফুট ভারতীয় চুনাপাথর এবং ইঞ্জিনসহ ০১টি স্টীল বডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৮৬,০০০/- টাকা।

অপরদিকে দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার বিওপির টহল দল ২১ সেপ্টেম্বর ১১:৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৮/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান (১)টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।

বাঁশতলা বিওপির টহল দল ২১ সেপ্টেম্বর ১১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৯/২-টি এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান (৭)টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২,১০,০০০/- টাকা।

এবং বাগানবাড়ী বিওপির টহল দল ২২ সেপ্টেম্বর ১২:১৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলা ৮নং বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া নামক স্থান (১)টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।

জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ডুলুরা বিওপির টহল দল ২৩ সেপ্টেম্বর ৪:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী থেকে ২০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০২,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান।

আটককৃত ভারতীয় গরু, চুনাপাথর, কয়লা, পাথর, ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা এবং বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ