কানাইঘাট পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

কানাইঘাট পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কানাইঘাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌরসভার উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পৌর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি প্রশাসন চত্ত্বরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পৌরসভার নয়াতালুক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ পরবর্তী ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিপুল সংখ্যক মুসল্লী সহ সর্বস্তরের লোকজন মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। পরবর্তী সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ