সি.আর দত্তের মৃত্যুতে কানাইঘাট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক সভা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

সি.আর দত্তের মৃত্যুতে কানাইঘাট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক সভা

কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীর উত্তমের মৃত্যুতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাত ৮টায় পরিষদের কানাইঘাট বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকার সভাপতিত্বে ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাসের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বাবু দূর্গা কুমার দাস, উপজেলা শাখার সহ সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, পৌর শাখার সাধারণ সম্পাদক চমক রঞ্জন দে, কানাইঘাট পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, সাংগঠনিক সম্পাদক মুকুল চন্দ্র দাস, উপজেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্না চক্রবর্তী, ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাস অপু, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস।
উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ শর্মা অমল চন্দ্র, সিতল চন্দ্র দাস, মঙ্গল রাম দাস, টুনু রাম দাস, রিপন চন্দ্র চন্দ, শ্রীদাম দাস, লিটন চন্দ প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. সি আর দত্ত বীর উত্তমের অবদান দেশবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরন করবেন। তাঁর মৃত্যুতে দেশের সংখ্যালঘু সম্প্রদায় একজন বিশ^স্থ অভিভাবক এবং দেশবাসী একজন দেশপ্রেমিক বীর যোদ্ধাকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোক সভায় তার আত্মার শান্তি কামনা করে সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ