সারিনদী

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

 

রাশিদা বেগম

দু’পাশেতে ঘন বন নেই কোন বাড়ি
মাঝখানে বয়ে গেছে নদীটির নাম সারি,
আমি মুগ্ধ, আমি বিমোহিত নদী তোমায় পেয়ে।।

সারাটা দিন কাটাতে চাই তোমার বুকে
হেসে, নেচে, গেয়ে।।
ছলছল কত জল ঢেউয়ে ঢেউয়ে খেলা
উদাস নয়নে তোমায় দেখে
শেষ হয়ে যায় বেলা।।

তোমার জলের শীতল পরশ
মন ভরিয়ে তুলে,
তোমার কাছে ছুটে চলি
নাওয়া খাওয়া ভুলে।