আতঙ্কিত পথিক

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

আতঙ্কিত পথিক

আতঙ্কিত পথিক

লেখকঃসৈয়দ শাহনুর আহমদ

 

আমি সেই অবহেলিত
অনিচ্ছায় বর্ষারাতে নির্বাসিত পথিক,
আমি সেই দুর্ভাগা
শিউলী তলায়ও দেখি অন্ধ চারিদিক!

 

আমি সেই উপেক্ষিত
ভালোবাসার পাত্রে পার্থিব লাঞ্ছনা,
আমি সেই ফোটা ফুল
রাতের রজনীগন্ধা ভোরের বিরম্বনা।

 

আমি সেই যুদ্ধাহত
শ্রান্ত সৈনিকের স্বপ্নের বাতিঘর,
আমি সেই পাখি
ক্লান্ত নীড়হীন উড়ন্ত যাযাবর।

 

আমি সেই নিষ্পেষিত
নিরীহ গরীবের দেহহীন বাহু,
আমি সেই দোদুল্যমান
মর্তের ভয়ার্ত দুর্বল বিদেহী রুহু।

 

আমি সেই বিপন্ন
অন্নহীন বিদীর্ণ ক্ষুধার্ত পথিক,
আমি সেই পীড়িত
যুদ্ধে বিদ্ধস্ত বাগদাদী আরাবিক।

 

আমি সেই লক্ষভ্রষ্ট
লাখো কোটি মানব সন্তান,
আমি সেই অগনিত
দুর্বল শরনার্থির দল শিরিয়ান।

 

আমি এই পৃথিবীতে
রয়েছি এখন ধংসের অপেক্ষায়,
আমি সেই আতঙ্ক
আছি ভিতু করোনা রোগের শংকায়।